গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

নুরউদ্দিন : দক্ষিণ ২৪ পরগনা : অবশেষে বহু প্রতীক্ষিত স্বপ্নপূরণ হতে চলেছে সাগরদ্বীপবাসীর। দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শনের পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করতে গঙ্গাসাগরে আসেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণের পর জনসভা মঞ্চে উপস্থিত হয়ে তিনি গঙ্গাসাগর সেতু সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন।

    প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুটি হবে প্রায় ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের আধুনিক সেতু। সেতুর দু’পাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৬৭০ কোটি টাকা। আগামী চার বছরের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেতুর নকশা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং নির্মাণের দায়িত্বে থাকছে এল অ্যান্ড টি সংস্থা। জানা গেছে, দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলেই তৈরি হবে এই সেতু।
    জমি অধিগ্রহণের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের প্রক্রিয়া শীঘ্রই শেষ হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
    প্রায় ছয় বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গার উপর সেতু তৈরির স্বপ্ন দেখেন। একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চাওয়া হলেও শেষ পর্যন্ত রাজ্য সরকার নিজ উদ্যোগেই এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। ২০২৩ সালে গঙ্গাসাগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারই গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে।
    এদিন পুণ্যার্থীদের জন্য যাত্রী নিবাসেরও শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর এলাকায় বসবাসকারী প্রায় দুই লক্ষ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী স্থানীয়রা।

    নতুন গতি

    News Publication