|
---|
নূর আহমেদ,মেমারি : ২২ সেপ্টেম্বর,শুক্রবার মেমারিতে পালিত হল স্বয়ংসিদ্ধা কর্মসূচী। মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের বেশকিছু ছাত্রী সহ মেমারি থানায় পরিদর্শনে এলেন। মেয়েদের আত্মরক্ষা ও স্বয়ংভর হওয়ার দিক নিয়ে এই কর্মসূচী পালিত হয় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ আধিকারিকরা ছাত্রীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বলেন মেয়েরা চাইলে সামাজিক সুরক্ষার কাজে পুলিশ হিসাবে কাজ করতে পারে। জানা যায় কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এদিন এখানে উপস্থিত ছিলেন। আর নেতৃত্বে ছিলেন, মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী সরকার, পনশ্রী রায়, টুম্পা সাঁতরা প্রমুখ। এই একই কর্মসূচি নিয়ে মেমারি থানায় এসেছিলেন আর একটি স্কুল,মেমারি বিদ্যা সাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ২।