| |
|---|
শেখ সিরাজ : গত চৌঠা জানুয়ারি রবিবার হুগলির বৈঁচি বিহারীলাল মুখোপাধ্যায় উচ্চতর বিদ্যালয় প্রাঙ্গণে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো *বৈচিগ্রাম* *১৮তম* বইমেলা। মেলাটি পরিচালনা করেন বৈঁচি গ্রাম অগ্রগামী সংঘ। আগামী ১১ ই জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে বলে, বইমেলার কর্ণধার সঞ্জিত বন্দ্যোপাধ্যায় জানালেন। ১৮তম বৈঁচি গ্রাম বইমেলার শুভ উদ্বোধন করেন সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত তরুণ কবি গৌরব চক্রবর্তী। প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্যানুষ্ঠান, কবিতা, নাটক, শ্রুতি নাটক ইত্যাদি পরিবেশিত হয়। ৬ জানুয়ারি মঙ্গলবার ডঃ রমলা মুখার্জির ইচ্ছে পাখি সাহিত্য পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এবং এ দিনেই ডক্টর রমলা মুখার্জীর পরিচালনায় মনোজ্ঞ কবি সম্মেলন, সংগীত ও আবৃত্তি সহযোগে একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কবি কণ্ঠে কবিতা পাঠ করেন ডঃ রমলা মুখার্জি, মৈত্রেয়ী ব্যানার্জি, নাসিমা বেগম, বাদল মান্ডি, রত্না মুখার্জি, সান্তনা ব্যানার্জি প্রমূখ। সুন্দরভাবে সংগীত পরিবেশন করেন সুপ্রিতি বিশ্বাস, রমা ব্যানার্জি, রিসিকা ব্যানার্জি প্রমূখ। ৯ জানুয়ারি শুক্রবার প্রখ্যাত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য ছাড়াও বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রুতি নাটক ও বহুরূপী ও নিভৃত যতনে নাটক দুটি পরিবেশিত হবে। বৈঁচি গ্রাম বইমেলায় মৌসুমী প্রকাশন, আনন্দ প্রকাশন, পারুল প্রকাশন ছাড়াও মোট ১৫ টি প্রকাশন বই নিয়ে হাজির হয়েছে এই মেলা প্রাঙ্গণে।


