নিজ গড়েই ঝরে পড়ার মুখে মুকুল, এক এক করে ফিরছে হালিশহর- কাঁচরাপাড়া অক্ষত রইলো তৃণমূলের হরিণঘাটা পৌরসভাও

শরিফুল ইসলাম, নতুন গতি : আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করে হরিণঘাটা পৌরসভা নিজেদের দখলেই রাখল তৃণমূল l পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন নিমাই ভট্ট l সতেরো আসন বিশিষ্ট হরিণঘাটা পৌরসভায় আজ, বৃহস্পতিবার বিজেপির ডাকা অনাস্থা প্রস্তাবে সতেরো জন কাউন্সিলর-ই ভোটা-ভু্টিতে অংশ নেন l তৃণমূলের পক্ষে ন’টি, বিজেপি পায় আটটি ভোট l

    লোকসভায় বেশ কিছু আসন দখল করার পর পর-ই বঙ্গ বিজেপির ভোটিং মাস্টার মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল পরিচালিত পৌরসভাগুলি দখল করতে উদ্যোগি হয় বিজেপি,অভিযোগ l লোকসভা নির্বাচনের পরেই তৃণমূলের প্রাক্তনী তথা সেকেন্ড ইন চিপ মুকুল আর একজন প্রাক্তনি তথা সদ্য বিজয়ী সাংসদ বিজেপির অর্জুন সিং সহ বেশ কিছু বিজেপির হেভি ওয়েট লিডার বিজয় সমাবেশ করেন l সেখানে মুকুল ও পুত্র শুভ্রাংশুর হাত ধরে হালিশহর- কাঁচরাপাড়া ইত্যাদি পৌরসভার অধিকাংশ তৃণমূল কাউন্সিলররা বিজেপিতে যোগ দেয় l

    উল্লেখ্য, মুকুল-অর্জুনের ডাকা বিজেপির সেই বিজয় সমাবেশ- এ হরিণঘাটা পুরসভার আট জন তৃণমূল কাউন্সিলর বিজেপি শিবিরে নাম লেখান l ওই সমাবেশেই বিজেপির নেতৃত্ব দাবি করেন, হরিণঘাটা পুরসভার আর একজন কাউন্সিলরও তাঁদের সঙ্গে আছেন l তখনই রটে যায় হরিণঘাটা পুরসভার দখল বিজেপি নিল বলে l সূত্র, খবরের পরিপ্রেক্ষিতে, সদ্য গঠিত জেলার নুতন এই পৌরসভার প্রশাসনিক কাজ কার্যত গতিহীন হয়ে পরে l রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজও অনিশ্চিত হয়ে যায়, বিঘ্নিত হয় নাগরিক পরিষেবাও l

    ইতিমধ্যে, হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান তৃণমূলের রাজীব দালাল সম্ভবত পরিস্থিতি সামাল দিতে না পেরে পদত্যাগ করেন l

    এদিকে, বিজেপির স্থানীয় ও জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বও ওই পুরসভার দখল নিতে মরিয়া হয়ে ওঠে l পাশাপাশি রাজ্যের শাসকদলের জোড়া মন্ত্রীর জেলায় এই পুরসভা নিজেদের দখলে রেখে দেওয়ার ঘটনাটি ছিল দলের কাছে বেশ বড় চ্যালেঞ্জ l

    শেষ পর্যন্ত সব জল্পনার অবসান হলো l সংখ্যাধিক্য কাউন্সিলর সঙ্গে নিয়েই হরিণঘাটা পুরসভা নিজেদের দখলেই রেখে দিল রাজ্যের শাসক দল তৃণমূল l হালিশহর ফিরেছে l কাঁচরাপাড়াও আসবে নিশ্চিত l হরিণঘাটা থেকে গেল l তবে কি বিজেপির বঙ্গবাগে ফুল ফোটার আগেই মুকুলেই ঝরে যাবে, টিপ্পনি বিজেপি বিরোধী  শিবিরের l