সিউড়ির পুরন্দরপুর স্কুল মোড়ে বিজেপি’র পথ অবরোধ

নিশির কুমার হাজরা,বীরভূমঃ রাজ্য তথা জেলায় জেলায় আইন-শৃংখলার অবনতি ও দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় অভিযুক্ত করার বিরুদ্ধে বীরভূম জেলা বিজেপি কর্মী সমর্থকরা আজ পথ অবরোধ কর্মসূচিতে শামিল হন।

    জানা গেছে আজ সকাল ন’টার সময় পুরন্দরপুর স্কুল মোড়ে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এর নেতৃত্বে পথ অবরোধ আন্দোলনে নামেন। বিজেপির অভিযোগ, শাসক তৃণমূল বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসাচছে। এবং কোন ও কারণ ছাড়াই দলীয় কর্মীদের মারধর ও মহিলাদের শ্রীলতাহানি করছে।

    গতকাল বিকেলে সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের গাংটে গ্রামে তৃণমূল বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে মিছিল করে এবং মিছিল শেষে বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয। এমনকি মহিলাদের ওপর অত্যাচার করে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।

    বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল সংবাদমাধ্যমকে আর ও জানান সিউড়ি 2 নম্বর ব্লকের পুলিশি নিষ্ক্রিয়তা, বিজেপি কর্মীদের মারধর ও মহিলাদের কাপড় ধরে টানাটানি ও শ্রীলতাহানির প্রতিবাদে বিজেপি কর্মীদের এই পথ অবরোধ আন্দোলন। এরপর ও যদি প্রশাসন কোন ও ব্যবস্থা না নেয়। তবে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন জেলা বিজেপি নেতৃত্ব বলে জানা গেছে।