মাধ্যমিক- উচ্চমাধ্যমিক, আলিম- ফাজিল কৃতিদের সংবর্ধনা সাগরদিঘিতে

সাহিন হোসেন, সাগরদিঘি : ৩০নভেম্বর,শনিবার এস এন হাইস্কুলে কৃতীদের শংসাপত্র প্রদান করল মুর্শিদাবাদ রুরাল এন্ড আরবান ওয়েলফেয়ার সোসাইটি ও কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা কমিটির যৌথ উদ্যোগে। মাধ্যমিক- উচ্চমাধ্যমিক, অালিম -ফাজিল পরীক্ষায় এবছর যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদের উৎসাহ দেবার জন্য এ প্রয়াস । এদিন সংবর্ধিত করা হয় ব্লকের প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৩ জন কৃতী ছাত্র ছাত্রীকে । শংসাপত্রের সাথে একটি বই, কলম,ফাইল ও মিষ্টির প্যাকেটপ্রত্যেককে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামাখ্যা চরণ মণ্ডল।অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, অধ্যাপক আক্তার হোসেন,মহঃ মোসাররফ হোসেন,মাহফুজ অালম, মহঃওয়াহেদ রেজা,গৌতম মন্ডল প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন ‘কৃতিত্ব ধারাবাহিক প্রক্রিয়ায় আদর্শ শিক্ষকের জরুরি সুতরাং শিক্ষকদের ছাত্র দরদী হতে হবে।  মোবাইল ছাত্র-ছাত্রীদের অনেক ক্ষতি সাধন করছে,এবিষয়ে অভিভাবকদের সচেতনতা কথা এদিন আলোচিত হয় । ‘মানবসম্পদই শ্রেষ্ঠ সম্পদ’বিষয়ে আলোচনা করেন সংস্থার মুখ্য উপদেষ্টা ও সম্পাদক মোহাঃঅামিনুল ইসলাম । তামিজুদ্দিন মল্লিক, আহসানুল হক প্রমুখ বিশিষ্ট শিক্ষকরা ছাত্র ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার কথা বলেন।