| |
|---|
আজিম সেখ,নতুন গতি, রামপুরহাট :-শরীরের অভ্যন্তরের সবকটি অঙ্গের অবস্থান বিপরীত দিকে । যেটা কুড়ি হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে দেখা যায়। সেইরকম এক রোগীর শরীরে বিরল অস্ত্রপচার করলেন সরকারি হাসপাতালের চিকিৎসক। ঘটনাটি বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎকদের কাছে এটা বিরল অস্ত্রপচার । বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামের সাতাশ বছর বয়সী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন । দক্ষিণভারতের বিভিন্ন নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও কোন সুরাহা হয়নি । অবশেষে তিনি চিকিৎসা করাতে শুরু করেন । পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎকেরা বুঝতে পারেন রোগীর অভ্যন্তরীণ অঙ্গ গুলি বিপরীত দিকে অবস্থান । এবং তার গলব্লাডারে পাথর রয়েছে । সেটা অস্ত্রপচার করে বের করা বেশ দুরহ । অবশেষে মেডিক্যাল কলেজের শল্যচিকিৎসক সৌরভ মাঝি অস্ত্র পচারের ঝুঁকি নেন । এবং আজ প্রায় পঞ্চাশ মিনিট অস্ত্র পচারের পর সফল হন । বর্তমানে রোগী সুস্থ্য ।


