স্কুল সার্ভিস কমিশন আনল বিশেষ ছাড়

 আজিম শেখ,নতুন গতি:– স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার অচলায়তনে টানা চার বছর ধরে আটকে রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগ, যদিও ইন্টারভিউ শেষ হয়েছে কিন্তু এখনও নিয়োগ প্রক্রিয়া ঢের বাকি, তাই রীতিমতো থমকে আছে সব কিছু। তবে এরই মধ্যে এসএসসির তরফে উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগের জন্য নয়া নিয়ম লাঘু করতে চলেছে স্কুলশিক্ষা দফতর।

    যার ফলে উপকৃত হবে অনেকেই, এখন থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীর স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক আর থাকছে না, অর্থাৎ নম্বরের ইঁদুর দৌড়ে এবার ছাড় দিল এসএসসি।
    তাই যে সমস্ত প্রার্থী ২০১১ সালের ২৯ জুলাইয়ের আগে বিএড সম্পূর্ণ করেছেন তাঁদের নম্বরের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, একই সঙ্গে জানা গিয়েছে বিএড কোর্সের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

    তবে ঠিক কবে থেকে লাগু হতে চলেছে এই নিয়ম, সে সব সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও পর্যন্ত।তবে সূত্রে খবর শীঘ্রই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।