জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির ইফতার পার্টি

লুতুব আলি : জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির ইফতার পার্টিতে অংশ নিল হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ। ১৮ এপ্রিল পূর্ব বর্ধমান জেলার জামালপুর নেতাজি ময়দানে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। প্রায় পঞ্চাশ জন ব্রাম্ভনের উপস্থিতিতে তিন হাজার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ইফতারে অংশ নেন। জাতি ধর্ম বর্ন , দল নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে মানুষেরা এই ইফতার পার্টির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জামালপুরের বুকে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ইফতারের অনুষ্ঠান। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিশ সেন, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, বিডি এর চেয়ারপারসন কাকলি তা, বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, মিঠু মাঝি, জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বি ডি ও গৌতম কুমার দত্ত স্বাস্থ্য অধিকর্তা ডা. ঋত্বিক ঘোষ, রায়না ১ ব্লক সভাপতি বামদেব মন্ডল ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে অমিত চক্রবর্তী, জনকল্যাণ সোসাইটির কোষাধক্ষ্য ভূতনাথ মালিক প্রমুখ। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান একান্ত সাক্ষাৎকারে বলেন, সমস্ত গোঁড়ামির ঊর্ধ্বে গিয়ে এই ইফতার পার্টি ঐতিহাসিক ইফতার পার্টিতে পরিণত হয়েছিল। এই জনকল্যাণ সোসাইটি সারা বছর ধরে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।