দার্জিলিংয়ের মহাকাল মন্দির ভারত বিখ্যাত

নিজস্ব সংবাদদাতা:দার্জিলিংয়ের মহাকাল মন্দির, ভগবান শিব এবং বুদ্ধ একসাথে পূজিত হন।

    দার্জিলিংয়ের মহাকাল মন্দির ভারত বিখ্যাত, এখানে দেবাদিদেব মহাদেব এবং বুদ্ধ একসঙ্গে পূজিত হন। এই মহাকাল মন্দিরের দর্শন করতে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে থাকেন। এছাড়াও মা ভগবতী, দেবী কালিকা, বজরংবলী, মা দুর্গার মন্দির রয়েছে এখানে।

    মহাকাল মন্দিরে প্রবেশ করলে এক স্বর্গীয় অনুভূতি অনুভব হয়, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সুন্দর।হিন্দু স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন মহাকাল মন্দির, মহাকাল মন্দিরের মাঝখানে শিবের মূর্তি রয়েছে, পাশেই রয়েছে বুদ্ধর মূর্তি। এছাড়া শিবের অনুচর নন্দীর মূর্তি আছে। উভয় ধর্ম সম্প্রদায়ের পুরোহিতরা একসাথে ভগবান শিব ও বুদ্ধের পূজা অর্চনা করে থাকেন।সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন এই মহাকাল মন্দির। প্রতিবছর শিবরাত্রি এবং বুদ্ধ পূর্ণিমা মহাকাল মন্দিরে মহাসমরহে পালিত হয়।