বীরভূমের রাজনগরের জঙ্গলে দেখা মিলল আজব উদ্ভিদ

 

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূমের রাজনগরের জঙ্গলে দেখা মিলল এক আজব উদ্ভিদ। আকারে ছোট এই উদ্ভিদটি ছোট ছোট কীট পতঙ্গ ধরে ধরে খায়। এই উদ্ভিদটির নাম ‘ড্রসেরা’ । সূর্য শিশির নামেও পরিচিত। এই উদ্ভিদের গায়ে লেগে থাকা এক ধরনের তরল পদার্থ সকালের সূর্যের ছটা পড়ে চকচক করে। তাই এটিকে সূর্যশিশির বলা হয়। যা আমরা পাঠ্যপুস্তকে সাধারণত পড়ে থাকি। ছোট ছোট কীটপতঙ্গ এই উদ্ভিদের গায়ে বসলে এই উদ্ভিদের গায়ে লেগে থাকা আঠালো তরল পদার্থ ঐ কীট পতঙ্গগুলিকে মেরে ফেলে এবং তাদের শরীর থেকে সমস্ত প্রোটিন শুষে নেয় এই ড্রসেরা বা সূর্যশিশির। রাজনগরের গভীর জঙ্গলে দেখা মিলল এই ড্রসেরা বা সূর্যশিশির উদ্ভিদের।