অবশেষে স্বস্তি: সংস্কারে মগরা ব্রিজ

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : দীর্ঘ উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল মগরা সেতুর কাজ। এটি ইছামতির শাখা নদী পদ্মা নদীর উপরে একটি সেতু। হাবরা, মসলন্দপুর থেকে বসিরহাট গামী ,হালকা থেকে ভারী সকল রকমের যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। দীর্ঘদিন ধরে সংস্কার হীন অবস্থায় আছে সেতুটি। বর্ষার সময় বড় বড় গর্ত সৃষ্টি হয় , জল জমে। রীতিমতন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। প্রশাসনের নজরদারিতে এলেও দীর্ঘ বছর পড়ে আছে সংস্কারিহীন অবস্থায়। বাদুড়িয়া ও দেগঙ্গা এই দুই থানার অন্তর্ভুক্ত এই সেতুটি। কোনমতে জোড়া তালি দিয়ে বর্ষার দিনগুলো পার করার চেষ্টা করা হয়। অবশেষে দুশ্চিন্তার অবসান হতে চলেছে। গত 16ই ফেব্রুয়ারি , 2025 শুরু হয়েছে সেতু সংস্কারের কাজ।