অবসরপ্রাপ্ত ও নবাগত শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা

সেখ সামসুদ্দিন, ৯ সেপ্টেম্বরঃ আজ মেমারি চক্রের সকল শিক্ষক-শিক্ষিকাদের ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্ত শিক্ষক, চক্র সম্পদ কেন্দ্রের কর্মীবৃন্দ ও নবাগত শিক্ষক-শিক্ষিকা গণের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জিলা পরিষদ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ বিডিও শতরূপা দাস, জয়েন্ট বিডিও অনন্যা বেরা, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, কৃষি কর্মাধ্যক্ষ সমীরন চন্দ্র মজুমদার, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তশমিনা খাতুন, মৎস কর্মাধ্যক্ষ সুজয় শিকদার, মেমারি চক্রের অফিসার ভজন ঘোষ সহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।