নৈহাটি জি আর পি এস এ নজরুল ঐতিহাসিক স্মৃতি

নিজস্ব সংবাদদাতা : নৈহাটি জি আর পি এস এ নজরুল ঐতিহাসিক স্মৃতি ১৯২৩ সালের ১৪ ই এপ্রিল বন্দী কবি নজরুল ইসলাম প্রেসিডেন্ট জেল থেকে হুগলী জেলে স্থানন্তরিত সময় নৈহাটি জি আর পি এস – এ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে আজ ১৪ ই এপ্রিল ২০২৫ , নৈহাটি জি আর পি অফিসে স্মৃতি ফলকের সামনে সেই ঐতিহাসিক স্মৃতি কে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়,সেই সঙ্গে সংবিধানের রুপকার ডঃ বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্মদিন উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বাবা সাহেব ভীম রাও রামজী আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত আই/ সি- ইন্দ্রজিৎ ভক্ত, এস/আই- তানজিলুর রহমান, এস/আই- অরুন কুমার নস্কর, এস/আই- শম্ভু কুমার গোস্বামী, এ এস আই- স্বপন কুমার দাস, এ এস আই- মহম্মদ শরীফ আলম, প্রাক্তন প্রধান শিক্ষক – আশিষ কুমার মুখোপাধ্যায়,কবি ও সাহিত্যিক – সুনাম কুমার দাস, শিক্ষক – শাহজাহান মণ্ডল, আন্তর্জাতিক মুকাভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব – বৈদ্যনাথ চক্রবর্তী, শিক্ষক – অমিত বিকাশ দে,সমাজসেবী- চিরন্তন দে,কবি-শ্যামল কুণ্ডু, সঙ্গীত শিল্পী – বর্ণালী চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী – সুপ্রিয়া কুন্ডু, সঙ্গীত শিল্পী – ললিতা সিনহা, পর্বতারোহী – করুনা প্রসাদ মিত্র, নজরুল গবেষক – দেবশ্রী ঘোষ,বাচিক শিল্পী – মন্দিরা চক্রবর্তী, কবি- জয়া ঘটক, সঙ্গীত শিল্পী – মানস গাঙ্গুলি, শিক্ষক – অশোক কুমার দাস ও নৈহাটী জি আর পি এস – এর অন্যান্য স্টাফগন এবং স্টেশন এর প্যাসেঞ্জারদের একাংশ পৌরহিত্য করেন আই/সি- ইন্দ্রজিৎ ভক্ত, সভাপতিত্বে – নজরুল চর্চা কেন্দ্র (বারাসাত) এর সভাপতি অধ্যক্ষ ডঃ শেখ কামাল উদ্দিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নজরুল চর্চা কেন্দ্রের প্রচার সচিব/ সাংবাদিক – আয়ুব আলি। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্মদিন কে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সঙ্গীত, আবৃত্তি ও মুকাভিনয়ের মাধ্যমে।