অল-উইমেন পেসার টিম নেতৃত্ব দেবে 10K-কে; ডিফেন্স ফোর্সেস সামলাবে 25K— টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতার ঐতিহাসিক ১০ম সংস্করণে

    পারিজাত মোল্লা : প্রোক্যাম ইন্টারন্যাশনাল প্রমোটেড বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল 25K রোড রেস— *টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা*— এর ঐতিহাসিক ১০ম সংস্করণে থাকছে মোট **২২ জন পেসার**, যারা নিজেদের অনন্য শৃঙ্খলা, সাহস এবং রূপান্তরের গল্প নিয়ে হাজারো রানারকে নেতৃত্ব দেবেন আগামী **২১ ডিসেম্বর, রবিবার**।

    এই বছরের পেসার তালিকা অংশগ্রহণকারীদের মতোই বৈচিত্র্যময় ও অনুপ্রেরণামূলক। সীমান্তের বাইরে দেশসেবা করা সেনা অফিসার, ব্যক্তিগত লড়াই জয় করে দৌড়কে জীবনের অংশ করে নেওয়া নারী রানার, এবং ব্যস্ত চাকরির মাঝেও ফিটনেসকে গুরুত্ব দেওয়া পেশাদার— সবাই মিলে ১০ম সংস্করণের **#DecadeOfDifference** ভাবনাকে তুলে ধরছেন। তাঁদের গল্প কলকাতার বেড়ে ওঠা রানিং সংস্কৃতিকে প্রতিফলিত করে, এবং এই মাইলফলক বছরের জন্য তাদের করে তুলেছে উপযুক্ত পেস লিডার।