মঙ্গলবার থেকে  গড়বেতা -১ চক্র সম্পদ কেন্দ্রে অনুষ্ঠিত হল মহাত্মা গান্ধীর উপরে নাটক প্রতিযোগিতা

সেক আতিউল্লা (সম্রাট ), নতুন গতি, পূর্ব মেদিনীপুর:‘সত্যের পূজারি মহাত্মাজী’ নাটক অভিনয় করে প্রথম হল রাজবল্লভপুর গড়বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়। নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন বিদ্যালয়েরই ‘শিক্ষারত্ন’সহ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক মঙ্গলপ্রসাদ মাইতি। সঙ্গীত পরিচালনা জন্মান্ধ শিল্পী অরুণ কুমার মাইতি। রূপসজ্জা রবীন্দ্রনাথ মাইতি। নাটকটির প্রযোজনা করেছেন বিদ্যালয়ের শিক্ষিকা মণিকা খাঁড়া ঘোষ এবং শিক্ষক মানস কুমার সরকার। অভিনয়ে পিয়ালি, বিশ্বজিৎ, রাহুল, শুভজিত, কার্তিক, গণেশ, বৃষ্টি, সঞ্জয় এবং আকাশদীপ। প্রতিযোগিতায় বিজেতা দল কামারবাজার প্রাথমিক বিদ্যালয়। বিজয়ী এবং বিজেতা দুই দলের হাতেই পুরস্কার তুলে দেন চক্রের প্রিয় অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয়া সোমা সাহু। নাটকের মতো অনুষ্ঠান এই প্রথম চক্রে অনুষ্ঠিত হল। শিশু শিল্পীদের অভিনয় খুব সুন্দর হয়েছে বলে সকল দর্শক অভিমত ব্যক্ত করেন।