| |
|---|
নূর আহমেদ, মেমারি, ২২অক্টোবর ২০২৪ : মঙ্গলবার মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী হয় চকদিঘী মোড়ে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে। এক দেশ এক ভোট এই নীতির প্রতিবাদে ও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও আর জি কর কান্ডের দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে, প্যালেস্তাইনে ইজরায়েলের আক্রমন বন্ধ করার দাবীতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, প্রশান্ত কুমার। বক্তব্য রাখেন পার্টি নেতা সুকান্ত কোঙার। তিনি বলেন, মেমারির প্রত্যেকটি মানুষ যারা বাজার করতে যান তারা অনুভব করছেন জিনিসপত্রের দাম কী, আয় বাড়ছে না, কাজ নেই অথচ জিনিসপত্রে যা দাম তা কেনা অসাধ্য হয়ে যাচ্ছে। কর্মসংস্থান না থাকার ফলে রাজ্য ছেড়ে মুম্বই, গুজরাত, দিল্লি পাড়ি দিচ্ছে। বাড়িতে চাবি দিয়ে ছেলেমেয়ে বউ কে নিয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় চাষ করতে যাচ্ছে। এই হচ্ছে ৭৬ বছরের অবস্থা।
এছাড়াও বক্তব্য রাখেন পিন্টু ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সনৎ ব্যানার্জী, কৃষক নেতা জয়দেব ঘোষ, অনিল মুখার্জী প্রমুখ।
নূর আহামেদ, মেমারি


