কাশ্মীরে শহীদ রাজনগরের সেনা জওয়ান

 

     

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের ভবানীপুর অঞ্চলের কুন্ডীরা গ্রামের সেনা জওয়ান সুজয় ঘোষ গত দেড় বছর ধরে কাশ্মীরে সেনাবাহিনীর প্যারা কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। শুক্রবার দুপুর নাগাদ কুন্ডিরা গ্রামে সুজয়ের বাড়িতে খবর আসে, সুজয় কাশ্মীরে শহীদ হয়েছেন। সুজয় ঘোষের শহীদ হওয়ার খবরে পুরো রাজনগর সহ বীরভূমবাসী শোকে আচ্ছন্ন।
    শনিবার সুজয়ের দেহ রাজনগরের কুন্ডিরা গ্রামের বাড়িতে আনা হবে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।