|
---|
সেখ আব্দুল আজিম : আইমাপাহাড়পুর আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব – এর ব্যবস্থাপনায় এবং পরিচালনায় দুই দিন ব্যাপি ফুটবল উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। গত ১১ই এবং ১২ই জানুয়ারি। এই খেলায় আটটি দল অংশগ্রহণ করেছিল। এই ফুটবল উৎসবের পৃষ্ঠপোষক ছিলেন আয়না পাহাড়পুর আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের মাননীয় সম্পাদক জনাব কাজী মইদুল ইসলাম সাহেব। খেলাটির উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবল তারকা তথা পাঁচবারের মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন শ্রী শিশির ঘোষ মহাশয়। প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয় চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিনে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের এবং এই ফুটবল উৎসবের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মহামান্য লোকায়ুক্ত জাস্টিস অসীম কুমার রায় মহাশয়। আরো উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের এজিপি এবং পূর্বতন চেয়ারম্যান বার কাউন্সিল পশ্চিমবঙ্গ জনাব আনসার মন্ডল সাহেব, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং পূর্বতন সহ-সম্পাদক বার অ্যাসোসিয়েশন জনাব হাবিবুর রহমান সাহেব, আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের এডভোকেট সৌমেন চ্যাটার্জী মহাশয়। এছাড়াও তারকেশ্বরের এমএলএ শ্রী রামেন্দ্র সিংহ রায় মহাশয়, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের মাননীয় চেয়ারম্যান জনাব ওয়ায়েজুল হক সাহেব উপস্থিত ছিলেন, তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্রী স্বপন সামন্ত মহাশয় উপস্থিত ছিলেন। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের এই খেলায় উপস্থিত ছিলেন। এই ফুটবল উৎসবে বিজয়ী হল সন্তোষপুর বিশালক্ষী স্পোর্টিং ক্লাব।
ফাইনালে সন্তোষপুর বিশালক্ষী যুব সংঘ বনাম মোল্লা শিমলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের খেলায় জয়ী হয় সন্তোষপুর বিশালক্ষী যুব সংঘ।