|
---|
নবাব মল্লিক, রায়দিঘী। মথুরাপুরের শিশুর হাতে বাজারের ব্যাগ দেখে উদ্ধার হল বর্ধমান থেকে। বর্ধমান রেল স্টেশনে একটি বাচ্চাকে কাদতে দেখে তাকে উদ্ধার করে জিআরপি। তার হাতে একটি বাজারের ব্যাগ ছিল। সেই ব্যাগে ভাই ভাই বস্ত্রালয় এবং মথুরাপুরের একটি জায়গার ঠিকানা লেখা ছিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মেয়েটির নাম শ্রাবন্তী মন্ডল। বয়েস চার বছরের কাছাকাছি। বাবা মেঘনাদ মন্ডল, মা মীনা মন্ডল। বাচ্চাটিকে বর্ধমান রেল স্টেশানে পাওয়া গেছে। এখন একটা হোমে আছে। পুলিশ মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।