বর্ধমানকে প্লাস্টিক মুক্ত করতে ম্যারাথন দৌড়।

লুতুব আলি, বর্ধমান: বর্ধমানকে প্লাস্টিক মুক্ত করতে ম্যারাথন দৌড়। সমগ্র পূর্ব বর্ধমান জেলাকে প্লাস্টিক মুক্ত করতে প্রতীকী হিসাবে বার্তা দিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক ও বড়শুল ক্রিকেট একাডেমি। ২৩ ফেব্রুয়ারি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত জাতীয় সড়কের কাছ থেকে শুরু হল ম্যারাথন দৌড়। এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন বিধায়ক নিশিথ কুমার মালিক। এদিন সকালে বড়শুল জাতীয় সড়ক আন্ডার পাস থেকে বড়শুল উৎসব ময়দান পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশ কলুষিত হচ্ছে। রাজ্য সরকারও চাইছে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলা হোক। এ ব্যাপারে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে আরও বেশি করে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার ওসি উত্তাল সামন্ত, মন্ত্রি প্রতিনিধি সৌভিক পান, বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেব-দীপ রায়, কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, পরেশ কাহার, আয়োজক সংস্থার পক্ষে শেখ মোহাম্মদ হাবিব, বড় শুল ২নং পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার, উপপ্রধান নাজিরা বেগম, শেখ নাজির, শেখ মাফুজ, জয়ন্ত বৈদ্য, শেখ শফিক সহ অন্যান্যরা। এদিন পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড় হয়।