|
---|
জাহির হোসেন মন্ডল, নতুন গতি, সোনারপুর। ২০/০৭/১৯, বিশ্ব ব্যাপী জলসঙ্কটের যে প্রভাব বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ,আগামী দিনে তা আরো ভয়াবহ আকার ধারণ করতে চলেছে আমাদের অসচেতনতার অভাবে। এই মহৎ উদ্দেশে অর্থাৎ পানীয় জলের সদ ব্যবহার, সংরক্ষণ ও অপচয় রোধের বিষয়ে সচেতনতা মূলক প্রচারে “গড়িয়া শ্রীপুর জি .এস. এফ.পি. স্কুল” এক বর্ণাঢ্য পথ যাত্রার আয়োজন করে।
উক্ত পথ যাত্রায় উপস্থিত ছিলেন, সোনারপুর উত্তর বিধানসভার মাননীয়া বিধায়ক শ্রীমতি ফিরদৌসী বেগম, স্কুলের শিক্ষক ও ছাত্র ,ছাত্রীরা এছাড়াও রাজপুর -সোনারপুর পৌরসভার ৩৩ ও ৩8 নং ওয়ার্ডের কাউন্সিলর গণ।
এই পথ যাত্রার উদ্দেশ্য ছিল একটাই “জল বাঁচান জীবনও বাঁচবে”।