গৃহবধূকে গলায় বিষ ঢেলে মৃত্যুর অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

 নাজিবুল্লাহ, বসিরহাটঃঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার উত্তর নারায়ণপুরে। শাহাজান মোল্লা নারায়ণপুর গ্রামের নির্দল পঞ্চায়েত সদস্য। বেশ কিছুদিন আগে ওই গ্রামেরই বছর ২২ এর রোজিনা সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে মারধর অকথ্য অত্যাচার শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ রোজিনার পরিবারের ! এই নিয়ে বেশ কয়েকদিন বাপের বাড়ি চলে যায় রোজিনা। গ্রামে সালিশি সভা বসলেও কোন সমাধান সূত্র বের হয়নি। গত কাল শুক্রবার দুপুরে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায় । স্ত্রীকে মারধর করে গলায় বিষ ঢেলে দেয় শাহাজান বলে অভিযোগ।প্রথমে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে অবস্থায় আশঙ্কাজনক হলে তাকে আরজি করে নিয়ে যাওয়া হয় এবং শনিবার ভোররাতে রোজিনা বিবির মৃত্যু হয়। মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে মৃতার পরিবারের স্থানীয় গ্রামবাসীরা । একজন জনপ্রতিনিধি কেন এই ঘটনা ঘটালো তা নিয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।এর আগে ও শাহজানের বিরুদ্ধে একাধিকবার বিয়ে করার অভিযোগ রয়েছে। এবং অসামাজিক কাজের জন্য পুলিশের খাতায় নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার জেরে মৃতার বাবা ফুয়াদ গাজী জামাই শ্বাশুড়ী ও দেওর এই তিন জনেরবিরুদ্ধে বাদুড়িয়া থানা খুনের অভিযোগ করেছে। পলাতক অভিযুক্তর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।