|
---|
নিজস্ব সংবাদদাতা: বর্ধমান, ২৩ফেব্রুয়ারি,রবিবার বর্ধমান শহরে সাংস্কৃতি লোকমঞ্চের আনেক্স হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। শিক্ষার উজ্জ্বল ভবিষ্যতের পথে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন মাইনোরিটি ফেডারেশন (এম এফ) নামক একটি সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক সংস্থা ,উক্ত সেমিনারে পূর্ব বর্ধমানের সমস্ত জুনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা এবং সংখ্যালঘু মিশন গুলির প্রধান শিক্ষক মহাশয়গণ উক্ত সেমিনারে উপস্থিত হয়েছিলেন।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন ড.কালিমুল হক (জাতীয় শিক্ষক ) মেন্টর ভারত সরকারের এনসিটিই।
ড. কালিমুল হক সুচারুভাবে দীর্ঘ বক্তব্যের মধ্যে তুলে ধরেন একজন সংস্থা প্রধানের কার্যপ্রণালী , দায় ও দায়িত্ব কি হবে পালন করতে হয়।তিনি তুলে ধরেন তার জীবনের অভিজ্ঞতার কথা। তার জীবনের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল তিনি যেন এক স্বপ্নের কারিগর, মন্ত্রমুগ্ধের মতন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ শুনছিলেন তার কথা। তার মূল মন্ত্র বিদ্যালয় প্রধান শিক্ষকদের অবশ্যই সময় দিতে হবে বিদ্যালয় এর প্রতি, আদর্শবান শিক্ষক হতে হবে প্রধান শিক্ষককে, বিদ্যালয় উন্নতিতে অর্থটা কোন সংকট হবে না যদি সৎ ইচ্ছা থাকে, অভিভাবকদের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক বজায় রাখতে হবে, ছাত্রদের নিজের সন্তানের মতন আচরণ করতে হবে, অভিভূত হয়ে গেল প্রত্যেক শ্রোতা তার বক্তব্য শুনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইনোরিটি ফেডারেশনের সভাপতি জনাব শেখ আলহাজ্ব সাহেব, উপস্থিত ছিলেন সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, জেলা পরিষদের সদস্য ও সংস্থার কোষাধক্ষ্য আজিজুল হক মন্ডল, শিক্ষাবিদ সামিউল আলম,এবং বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী ও সংস্থার মুখ্য উপদেষ্টা সেখ মনোয়ার হোসেন। সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেছেন সংস্থার অন্যতম কর্মকর্তা ও মাদ্রাসা শিক্ষা সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা মহাশয়। এছাড়াও বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানীগুণী বহু শিক্ষিত মানুষ উপস্থিত হয়েছিলেন উক্ত শিক্ষা সেমিনারে।