|
---|
নূর আহমেদ : মেমারি ২৩ ডিসেম্বর। সারাবাংলা বাউল ও লোক শিল্পী মিলন উৎসব শুরু হলো মেমারি দেবীপুর স্টেশন হাই স্কুল মাঠ। অমৃত বাউল লোক গান প্রসার সমিতি এই উৎসব এবার নবম বর্ষে পড়লো। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে মিলন উৎসবের উদ্বোধন করেন, সত্য রজ্ঞন মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রজেন দাস, সমর কর, উত্তম দাস প্রমুখ। উৎসব কমিটির সম্পাদক মনিমোহন দাস জানান, উৎসব তিন দিন ধরে চলবে। প্রায় ১৩০ জন লোকশিল্পী এবারের উৎসবে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক অস্থিরতার জন্য এবারে ওপাড় বাংলা থেকে প্রখ্যাত শিল্পীরা আসবেন না বলে তিনি জানান। প্রত্যেকদিন দুপুর দুটো থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে বাউল উৎসব। আয়োজক অমৃত বাউল লোক গান প্রসার সমিতির রাজ্য কমিটি।