|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪পরগনা জেলার বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “জাতীয় শিক্ষক” দিবস উদযাপিত হয়। প্রতি দিনের মতো আজ সারা দিন নির্বাচিত ছাত্র-ছাত্রীরা প্রেয়ার থেকে শুরু করে অনুষ্ঠানের প্রথম পর্যায়ে- প্রেয়ার পরিচালনা, টিফিন পর্যন্ত ক্লাস নেওয়া, এ এক অভিনব উদ্যোগ। শিক্ষকের ভূমিকায় যারা ক্লাস নিয়ে সুনাম অর্জন করলো তাদের মধ্যে অন্যতম মোঃ আরাফাত দপ্তরি, রামিশা তাসনিম,সেখ সাকিব আহমেদ ও সুরাইয়া তাসনিম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বক্তব্য,আবৃত্তি, ছড়া পাঠ, একাঙ্ক নাটক,ও নৃত্যে অংশগ্রহণ করে ইহান সাহাজি, সেখ সিজান রহমান, আসিফা খাতুন, সোহানা সুলতানা, আফরিনা পারভীন,রিদুওয়ান মন্ডল, রামিশা তাসনিম, নুরুস সাদিয়া, সুরাইয়া তাসনিম, জুনাইদ হোসেন, সাকিব ইসলাম, আরিয়ান মন্ডল,ফারিয়া খাতুন, নুসরত খাতুন, নুরজাহান , মীর জোহান, সালমান খাতুন, মাহিরা খানম, হুমাইরা খানম। মারিয়াম চাঁদনি,কাজী সিনথিয়া এবং আহাদ মন্ডল। পরিশেষে স্নেহের ছাত্র-ছাত্রীরা প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট (বিএমসিআই)- এর শ্রদ্ধেয়-শ্রদ্ধেয়া শিক্ষক-শিক্ষিকা, কর্মসহায়কগণ কে একে একে উপহার সামগ্রী তুলে দিতে থাকে। অভিভাবক- অভিভাবক-অভিভাবিকাগণেদের পক্ষ থেকে স্কুলের সেবক, সম্পাদক সন্মানীয় সেখ আহাসান আলি সাহেব কে উত্তরীয়, পুস্পস্তবক,মিষ্টান্ন, ও উপহার সামগ্রী দিয়ে সন্মাননা জ্ঞাপন করা হয়।
শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে শিশু ছাত্র-ছাত্রীদের হাতে চকলেট, বেলুন, রঙ পেনসিল, ড্রইং বুক তুলে দেওয়া হয়।
অভিভাবক-অভিভাবিকাগণ ছেলে-মেয়েদের সুচারু রুপে প্রতিটি পদক্ষেপে অংশগ্রহণে ভীষণ ভীষণ খুশি। অনুষ্ঠান শেষে আবেগ আল্পুত হয়ে সন্তান সম শিশু ছাত্র-ছাত্রীদের কোলে তুলে নিয়ে আদর দিয়ে দোয়া ও আর্শীবাদ করতে থাকেন। সমগ্র অনুষ্ঠান টি শিক্ষক-শিক্ষিকাদের তত্তাবধানে পরিচালনা করে চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ আরাফাত দপ্তরি, সেখ সাকিব আহমেদ,ছাত্রী রামিশা তাসনিম ও সুরাইয়া তাসনিম। অনুষ্ঠান সার্বিক ভাবে সফলতার সাথে সুসম্পন্ন হওয়ায় বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ নায়িমূল হক ও গৌরাঙ্গ সরখেল মহাশয় ভূয়সী প্রশংসা করেন এবং স্কুলের উত্তরোত্তর
শ্রীবৃদ্ধি কামনা করেন।