| |
|---|

সেখ সামসুদ্দিন, ৬ ডিসেম্বরঃ মেমারি পৌরসভা পরিচালিত বিবেক চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ মেমারি স্টেডিয়ামে সূচনা হয়। ১৬ দলীয় এই প্রতিযোগিতা প্রতি শনিবার ও রবিবার চলবে এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ ফাইনাল খেলা হবে। আজ প্রথম দিনে বৈদবাটি বি এস পার্ক ও মেমারি ফুটবল একাডেমি পরস্পর প্রতিযোগিতায় অংশ নেয় এবং ৪-২ গোলে বৈদ্যবাটি বি এস পার্ক জয়ী হয়। মাঠে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলরবৃন্দ।


