ব্রিগেড সমাবেশ কে সামনে রেখে অবস্থান পথসভা মেমারিতে।

মেমারি ৭এপ্রিল। বস্তি উচ্ছেদ বন্ধ করা ও বস্তিবাসীদের পাট্টা দেবর দাবিতে সরকারি জমি বেসরকারের হাতে তুলে দেবার বিরুদ্ধে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে সি আই টি ইউ, ক্ষেতমজুর ইউনিয়ন ও বস্তি ইউনিয়নের ডাকে মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে সোমবার বিকালে মেমারি বামুনপাড়া মোড়ে অবস্থান পথসভা কর্মসূচি হয়।

    অবস্থান পথসভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বস্তি ইউনিয়ন নেতা তরুণ ভৌমিক কৃষক নেতা কৃষক নেতা জয়দেব ঘোষ পিন্টু ভট্টাচার্য, মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পীযূষ বিশ্বাস। উক্ত সভায় বক্তারা বলেন কেন্দ্রীয় সরকারের উদার অর্থনৈতিক নীতি শ্রমিক কৃষক সহ দেশের সব অংশে মানুষের উপর ভয়ংকর আক্রমণ নামিয়ে এনেছে। আমাদের রাজ্যে এখন সব থেকে আলোরিত বিষয় ২৬,০০০ চাকরি চলে যাওয়ার একমাত্র কারণ রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি এবং নোংরামির কারণেই ভালো ভালো ছেলেমেয়েরা তাদের চাকরি খোয়ালেন। যোগ্যদের চাকরি দেওয়ার ব্যাপারে মহামান্য হাইকোর্ট সহ দেশের সর্বোচ্চ আদালত যোগ্য প্রার্থীদের যে তালিকা চেয়েছিলেন সেই তালিকা না দিতে পারার শিকার হলেন যোগ্য চাকরি প্রার্থীরাও এমনটাই জানালেন। এই রামনবমী কে কেন্দ্র করে যে সম্প্রীতির বার্তা দেওয়ার কথা ছিল সেটা আমরা দেখলাম উভয় রাজনৈতিক দলই ধর্মকে ব্যবহার করে বিষাদগার তৈরি করলেন। এবং ধর্মীয় ঘৃণা তৈরি করার চেষ্টা করলেন। গতকাল রামনবনি যাওয়ার পরেই আজ গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার কেউ দূসলেন।
    অবস্থান পথসভায় উপস্থিত ছিলেন সি আই টি ইউ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সনৎ ব্যানার্জি প্রশান্ত কুমার মনীশা চক্রবর্তী প্রমূখ।
    ফটো ক্যাপশন — সোমবার মেমারী বামুনপাড়া মোড়ে অবস্থান পথসভা হয়।