বীরভূমের শিবপুরে সর্বধর্ম সমন্বয়ে ২৪ প্রহর।

লুতুব আলি, নতুন গতি : বীরভূমের শিবপুরে সর্বধর্ম সমন্বয়ে ২৪ প্রহর। বীরভূমের শিবপুর গ্রামে অনুষ্ঠিত হলো সর্বধর্ম সমন্বয়ে ২৪ প্রহর অনুষ্ঠান। চারদিনব্যাপী এই চব্বিশ প্রহর অনুষ্ঠান ঘিরে এলাকায় চরম উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়। চারদিনব্যাপী ২৪ প্রহর ও অখন্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাজী নজরুল ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান, কোঅর্ডিনেটর ইউজিসি ইনফ্লিবেট ড. বিশ্বজিৎ সাহা। ড. বিশ্বজিৎ সাহা জানান, ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় প্রহর অনুষ্ঠান সকলকে সমন্বয় ঘটায়। হিন্দু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও এই প্রহর অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। আমাদের সমাজে ঘোর অন্ধকারকে দূরীভূত করতে এবং আলোকময় দিনের জন্য প্রহর অনুষ্ঠানে প্রার্থনা করা হয়। শিবপুর ও পার্শ্ববর্তী চারটি গ্রামের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুইজন বিশিষ্ট কীর্তনীয়া অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন।