|
---|
নতুন গতি নিউজডেস্ক: “করোনা-অতিমারী ও তজ্জনিত দীর্ঘ লকডাউনের ফলে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে গরীব মানুষের রুটি-রুজি বাস্তবে বন্ধ, একের পর এক শিল্প-কারখানায় ঝাঁপ পড়ছে ও বেকারি বাড়ছে তখন দূর্গাপূজো ও সেই সম্পর্কিত নানা বিষয়ের সংগে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ নিম্নবিত্ত মানুষ যাদের এই সময় কিছু উপার্জন হয় তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করাটা অত্যন্ত জরুরী ছিল। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকার তা না করে তাদের নেতা-মন্ত্রীরা আগামী বিধানসভা নির্বাচনের স্বার্থে এই উৎসবকে কতটা ব্যবহার করা যায় তার প্রতিযোগিতায় নেমেছেন বলে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের অভিযোগ । এই দলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গে তথা হাওড়া জেলার বাগনান, শ্যামপুর উলুবেড়িয়াতেও স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষের কাছে বিভিন্ন মনীষী/ দার্শনিক ও রাজনৈতিক বই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বুক স্টল হয়েছে । প্রশ্ন করলে বাগনান বুক স্টলের এক কর্মীর বলেন- আমরা প্রতিবছরই পুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে আনন্দের আস্বাদন খোঁজার চেষ্টা করি না। এ বছরে করোনা আবহাওয়াতে তো নয়ই । সাধারণ মানুষের কাছে আমাদের আদর্শের কথা পৌঁছে দেওয়ার মাধ্যমেই আমরা প্রকৃত আনন্দ বা তৃপ্তি লাভ করি।