|
---|
লুতুব আলি, বর্ধমান : বিশ্ব প্রবীণ নাগরিক দিবস উদযাপন ও প্রবীণ পথিক পত্রিকার প্রকাশ বর্ধমানে। পহেলা অক্টোবর ছিল বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এই দিবসটি মর্যাদার সঙ্গে উদযাপন করলো ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন্স এন্ড রিটায়ার্ড পারসন্স। বর্ধমান শহরের গোলাহাটে লায়লা মজনু হলে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস পালিত হয়। উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় প্রবীণ মানুষদের অধিকাংশই এক চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন! এই অবস্থা এখন সমগ্র বিশ্বময় চলায় অনেকে উদ্বেগ প্রকাশ করেন। সিনিয়র সিটিজেনস এন্ড রিটায়ার্ড পারসন্স প্রবীণ নাগরিকদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এই অনুষ্ঠানে দেড় শতাধিক প্রবীণ ব্যক্তিদের উপস্থিতিতে দিনটির তাৎপর্য এক অন্য মাত্রা নেয়। বিশ্ব প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে মননশীল বক্তব্য রাখেন সভাপতি প্রবীর ভট্টাচার্য, সংগঠনের সম্পাদক আনোয়ার আলী প্রবীণ নাগরিকদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরেন। এরপর একই বিষয়ে বক্তব্য রাখেন বিশ্বদেব চক্রবর্তী, বিদ্যাভূষণ ভট্টাচার্য, প্রণব মুখার্জি ছাড়াও বিধায়ক খোকন দাস, কাউন্সিলর প্রদীপ রহমান প্রমুখ। প্রবীণ পথিক পত্রিকার প্রকাশের নিপথ্য কথা তুলে ধরেন পত্রিকা সম্পাদক তথা বিশিষ্ট সংগঠক বিকাশ বিশ্বাস। প্রবীণ পথিক পত্রিকার উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সুব্রত মন্ডল, অনিল চ্যাটার্জী, মধুসূদন হাটি, রঞ্জন কুমার সাহা সহ অন্যান্যরা।