দেগঙ্গায় আলোর পথের রক্তদান ও স্বাস্থ্য শিবির

এম এম ইসলাম, দেগঙ্গা, নতুন গতি : উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার সেকেন্দার নগরে গত ২১ ডিসেম্বর স্বেচ্ছাসেবী সংস্থা আলোর পথ অর্গানাইজেশন-এর উদ্যোগে রক্তদান শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন ১২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। একই সঙ্গে আয়োজিত স্বাস্থ্য শিবিরে প্রায় ৩০০ জন মানুষকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, সুগার ও রক্তচাপ পরীক্ষা, ইসিজি, চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অপারেশন সংক্রান্ত পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

    অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আলিম, ফাজিল ও নেট পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি এলাকার মসজিদের ইমাম ও কবর খননকারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবির বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে মানবসেবাই সমাজকে শক্ত ভিত দেয়। শিক্ষক ও সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম রক্তদানের মানবিক গুরুত্বের কথা তুলে ধরেন।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি, ডাক্তার ফারুক হোসেন গাজী, শিক্ষক আবু সিদ্দিক খান, শিক্ষক শাহনওয়াজ আলম, সাবানা পারভীন, মুফাসসির হোসেন, আব্দুল খালেক মোল্লা, ফারুক আহমেদ বিশ্বাস, সাবির আলি প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুফাসসির হোসেন ও আবদুল হালিম।

    নতুন গতি

    News Publication