|
---|
নূর আহমেদ, মেমারি ১২ জুন : ৯ জুলাই ধর্মঘটে হামলার প্রতিবিদে মিছিল হয়। সিআইটিইউ মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৫ টা নাগাদ। সারা ভারত ধর্মঘটের দিন রাজ্য জুড়ে পুলিশ ও তৃনমূলের ন্যক্কার জনক ও র্ব্বরোচিত হামলার প্রতিবাদ মিছিল মেমারি লড়ি ইউনিয়নের অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে। চকদিঘী মোড়, কৃষ্ঞবাজার, স্টেশন বাজার হয়ে বামুনপাড়া মোড়ে এসে এই প্রতিবাদ মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেন, পার্টি নেতা পিযুষ বিশ্বাস, প্রশান্ত কুমার, অন্তরা দত্ত, পিন্টু ভট্টাচার্য, জয়দেব ঘোষ সহ বহু নেতা কর্মীরা মিছিলে ছিলেন। মিছিল শেষে বক্তব্য রাখেন, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস। মিছিল থেকে সিআইটিইউ নেতার গালে চড় মারা ও পুলিশের ন্যক্কার জনক ভূমিকার তীব্র নিন্দা করা হয়।
ফটো ক্যাপশন –শনিবার মেমারিতে প্রতিবাদ মিছিল।