ডাঃ বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের দ্বিতীয় খেলা

সেখ সামসুদ্দিন, ২২ ডিসেম্বরঃ মেমারি খাঁড়ো যুবক সংঘের পরিচালনায় ডাঃ বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের দ্বিতীয় খেলায় ডানকুনি একাদশ প্রথমে ব্যাট করে১২ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ৬৭রান সংগ্রহ করেন। রেনবো একাদশ ডানকুনি ৭ ওভারে প্রয়োজনীয় রান সংগ্রহ করেন। ম্যান অব দ্য ম্যাচ অভষেক ঘোষ ৬টা ছয় সমেত ব্যক্তিগত ৪৭ রান সংগ্রহ করে।