|
---|
এম.এ.সাত্তার,ভাঙ্গড় : হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন গত ২৯/১০ /২০২৪ মঙ্গলবার রাত নটা ত্রিশ মিনিট নাগাদ ডেঙ্গুটে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ্য ছাত্রীটি জিরানগাছা প্রাথমিক হাসপাতালে তিন দিন চিকিৎসার পর ডেঙ্গুর থাবায় রক্তের প্লেটলেট কমে যায়। অবশেষে কলকাতার আইডি হাসপাতালের রেফার করা হয়।। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ছাত্রীটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা সকলেই তাঁর রুহের মাগফেরাত কামনা পূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। কৃষ্ণ মাটি দক্ষিণপাড়া নিজবাটি সংলগ্ন কবরস্থানে জানাজা নামাজান্তে দাফন করা হয়।