|
---|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সঙ্গীত জগতের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফুর্টাডোজ মিউজিক ইন্ডিয়ার হাত ধরে প্রকাশিত হল সঙ্গীত প্রেমীদের পছন্দের কিবোর্ড ইলেক্টো এফ এম ST-50 । গত ২৫শে মার্চ কোলকাতার সল্টলেকের চারতারা হোটেল গোল্ডেন টিউলিপে কোলকাতা তথা বাংলার বিভিন্ন প্রান্তের মিউজিক স্টোরের প্রতিনিধি ও সঙ্গীত শিক্ষকদের উজ্জ্বল উপস্থিতিতে সাড়ম্বরে উদযাপিত হল ইলেক্ট্রো এফ এম ৫০ এর এই লঞ্চ অনুষ্ঠান।
ঐ অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করেন কর্গ কিবোর্ড ইন্ডিয়ার ব্রান্ড ম্যানেজ ও ইলেক্ট্রো এফ এম এর সাউন্ড ডিজাইনার হিতেশ শুক্লা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুর্টাডোজ মিউজিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর ডাইরেক্টর জোসেফ গোমজস্।
অনুষ্ঠানে হিতেশ শুক্লা ইলেক্ট্রো এফ এম কিবোর্ড এর উদ্বোধন করেন ও এই কিবোর্ড নুতন সঙ্গীত শিল্পীদের কাছে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে সে বিষয়ে আলোচনা করেন ও এই কিবোর্ড এর বিভিন্ন নিত্যনতুন ফিচার, সাউন্ড, স্টাইল নিয়ে আলোচনা করেন। তিনি আরো জানান এই কিবোর্ডটি শিক্ষানবিশ সঙ্গীত শিল্পীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে চলেছে এর সুলভ মূল্য ও বিভিন্ন আধুনিক ও ইন্ডিয়ান ফিচার্সের জন্য।
এদিনের সমাপ্তি অনুষ্ঠানে ফুর্টাডোজের ডাইরেক্টর জোসেফ গোমজস্ এই অনুষ্ঠানে অভূতপূর্ব সাড়া পাওয়ায় তার কোলকাতার টিমের সদস্যদের অভিনন্দন জ্ঞাপন করে জানান , ফুর্টাডোজ এ বছর ১৬০ বছরে পর্দাপন করেছে ও এই ১৬০ বছরের সাফল্য উদযাপন করতে এই কিবোর্ডটির উপর বিশেষ ছাড় দেওয়া হবে।
উল্লেখ্য এই আকর্ষণী বাদ্যযন্ত্রটি ইতিমধ্যে কোলকাতা তথা ভারতের বিভিন্ন প্রান্তের মিউজিক স্টোরে ও অনলাইনে কেনা যাবে বলে জানান।