|
---|
আজিজুর রহমান, গলসি : বৃহস্পতিবার গলসির জাগুলিপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাথরুমে নয়টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। গ্রামে এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত মঙ্গলবার জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পক্ষের মোট ১৪ জনকে গ্রেপ্তার করে গলসি থানার পুলিশ। ঘটনায় একজন আহত হয়। তিনি কোলকাতায় চিকিৎসাধীন বলে জানা গেছে। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তাদের মধ্য থেকে মোল্লা খাইরুল জামাল ওরফে রাজু, বিশাল বাউরি, সেখ শের আলি ওরফে অপুর্ব, মোল্লা শের শা ওরফে বাদাশা এই ৪ জনকে তিনদিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। এরপরই এদিন ওই বোমার খবর পাওয়া যায়। ঘটনার পরই খবর যায় সিআইডি বোম ডিস্পাজাল স্কয়ার এর কাছে। এদিন দুপুরে সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ার একটি প্রতিনিধিদল এসে ওই বোমা উদ্ধার করে একটি নির্জন জায়গায় নিস্ক্রিয় করে। ঘটনার পর কিছুটা হলেও স্বস্তি মেলে গ্রামের সাধারণ মানুষের।