| |
|---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা আমডাঙ্গার অন্তর্গত এঞ্জেল ডে স্কুল ও রাহানা মাদার অনু সেবা সমিতির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্থরের মানুষ। বিশেষ করে সিরাত এর রাজ্য সম্পাদক বেঙ্গল মাইনোরিটি ফরমের সহ-সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান রাহানা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোফাজ্জল হক, সামসুল হক, রাকিবউদ্দিন, সঞ্চালক প্রিয়া সাহা মিশ্র প্রমূখ। স্কুলের সেক্রেটারি মেহনুর হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমডাঙ্গা সাব ডিভিশনের সমস্ত স্কুল, মাদ্রাসা ও কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি ট্যালেন্ট হান্ট পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় যারা প্রথম দশের মেধা তালিকায় অংশ গ্রহণ করেছে তাদের প্রত্যেককেই এক লক্ষ করে টাকার চেক দেওয়া হয়। এই চেক নিয়ে আমাদের নার্সিং কলেজে ভর্তি হলে ভর্তি ফিস থেকে এক লক্ষ টাকা ফিস বাবদ ছাড় পাবে এছাড়া অন্যন্যদের শংসাপত্র পত্র, মেডেল মেমেন্ট দিয়ে উৎসাহিত করা হয়। এছাড়া উক্ত স্কুলের যোগ্য নেতৃত্ব জনাব মোর্তজা হোসেন বলেন, আমরা আজ আমাদের ইংরেজি মাধ্যম এঞ্জেল ডে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রতিটি ক্লাসে ১ম,২য়,৩য় হয়েছে সার্টিফিকেট, মেডেল,স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন শতাধিক আশা কর্মীকে সংবর্ধিত করা হয় এবং ৩০০ অসহায় মানুষকে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। নার্সিং কলেজের তুমি কলেজের ফাইনাল ইয়ারদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।


