সদ্যোজাত কন্যা সন্তানকে ফুলে সাজানো গাড়িতে করে পাথরচাপুড়ির বাড়িতে আনল পরিবার

 

     

    খান আরশাদ, বীরভূম:

    সদ্যোজাত কন্যা সন্তানকে ফুলে সাজানো গাড়িতে করে পাথরচাপুড়ির বাড়িতে আনল পরিবার।
    বীরভূমের পাথরচাপুরি গ্রামের শাহাবুদ্দিন আলী খানের বাড়িতে সদ্যোজাত কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ব্যান্ড পার্টি নিয়ে আসা হল। দিন কয়েক আগে বীরভূমের একটি বেসরকারি নার্সিংহোমে পাথরচাপুড়ি গ্রামের শাহাবুদ্দিন আলী খানের স্ত্রী মুস্কান খাতুন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। আর তাতেই রীতিমত উৎসবের আমেজ দেখা দেয় পেশায় ব্যবসায়ী শাহাবুদ্দিনের পরিবারে।
    সাধারণত: কন্যা সন্তান হলে বহু মানুষই মনঃক্ষুন্ন হয়ে পড়েন। এখনও সমাজে কন্যা সন্তানকে পুত্র সন্তানের সমতুল্য মনে করা হয় না।
    কন্যা সন্তান বা মেয়েদের উপর অত্যাচারের ঘটনা এখনও দেখা যায়।
    সাধারণত পুত্র সন্তান হলে আমাদের সমাজে মানুষ বেশি খুশি হন।
    কিন্তু কন্যা সন্তান হওয়ায় শাহাবুদ্দিনের পরিবারে এখন খুশির বন্যা বইছে।
    শাহাবুদ্দিন ও তাঁর শ্বশুরমশাই সিরাজুল আলি খান সদ্যোজাত কন্যা জারিন খানকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ব্যান্ড পার্টি সহ নার্সিংহোম থেকে গ্রামের বাড়িতে নিয়ে এলেন। করালেন সকলকে মিষ্টি মুখ।
    কন্যা ও পুত্র সন্তানে কোনও ভেদাভেদ নেই। এই বার্তাই শাহাবুদ্দিনের পরিবার দিলেন সকলকে। শাহাবুদ্দিন ও তাঁর পরিবারের এই মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।