|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শালবনী কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ছত্রছায়ার উদ্যোগে চলছে ভ্রাম্যমান রান্নাঘর কর্মসূচি এই কর্মসূচি পঞ্চম দিনে মেদিনীপুর শহরের কিছু ভবঘুরে,পথশিশু ও দুঃস্থ মানুষের হাতে দুপুরের খাবার দেওয়া হলো সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে শনিবার সংস্থার পক্ষ থেকে ভাত, সবজি ও ডিম সহযোগে দুপুরের খাবার তুলে দেওয়া হয় শালবনী থেকে চন্দ্রকোনা রোড পর্যন্ত্য সমস্ত ভবঘুরে ও পথশিশুদের।পরে কিয়াবনীতে দুটো ,চন্দ্রকোনা রোডের অপর্ণা পল্লীতে একটা ও শালবনীর চকতারিনীতে একটা কোভিড পরিবারের বাড়ি সেনিটাইজেশন করা হয়।
এই দুই দিনের কর্মসূচিতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন নুতন ঘোষ ,মালা মুর্মু , রাজা ভকত,তরুণ দণ্ডপাট, দেবাশিস মন্ডল,ডাঃ হারাধন দুয়ারি, সুব্রত ভকত,প্রশান্ত মাইতি,শুভদীপ মন্ডল। এছাড়াও চন্দ্রকোনা রোডে গ্রুপের দুজন শুভাকাঙ্ক্ষী স্বপন রায় ও শান্তনু সিংহ সহযোগিতা করেন।