বৃষ্টিপাতের জন্য বিশেষ নামাজ পড়লেন মুসলিমরা।

রাজু আনসারী, অরঙ্গাবাদ : তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠিত সাধারণ মানুষ। টিউবওয়েল গুলোতেও উঠছে না জল। পুকুর নালা সব শুকিয়ে গেছে। জলের হাহাকারে চরম দুর্ভোগে পশুপাখিরাও। মাঠে ফসল রোপন করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষীদের। তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেস্কার নামাজ পড়লেন মুসলিমরা। নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কন্ঠে মোনাজাতেও সামিল হন মুসল্লীরা। শুক্রবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাচন্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ৬ টায় নামাজ পড়েন মুসলিমরা। আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে আল্লাহর কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। সামিল হন ছোট ছোট শিশুরাও। উল্লেখ্য, এবছর রাজ্য জুড়েই বৃষ্টি না হওয়ায় তীব্র গরমের কবলে পড়ে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হওয়ায় চাষীদের চোখে জল। রোদে ঝলসে যাচ্ছে গাছপালা। তাপ প্রবাহের জন্য ঘর থেকে বেড়ানো যেন মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে উঠেছে। আশায় আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় অবশেষে ইস্তেস্কার নামাজের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার সকালে ইস্তেস্কার নামাজে ভিড় জমান সাধারণ মানুষ। চাষি সহ বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমে ইস্তেস্কার নামাজের লক্ষ, উদ্দেশ্য, গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয়। তারপরেই নিয়ম অনুযায়ী দুই রাকাত বিশেষ নামাজ পড়ে মোনাজাতে সামিল হন সকলে।