লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল : মমতা বন্দ্যোপাধ্যায়।

লুতুব আলি, নতুন গতি : লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল : মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ১৮ তম লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল কংগ্রেস জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ এপ্রিল পূর্ব বর্ধমান জেলার ভাতারে এরুয়ার হাই স্কুলের মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা যতই ঐক্যবদ্ধ ভাবে হাঁক, ডাক , অর্জুন গর্জন করুক না কেন রাজ্যের উন্নয়নই তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে লোকসভা নির্বাচনে জয়লাভ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পশ্চিমবঙ্গের লক্ষী ভান্ডার, কন্যাশ্রী, সবুজ শ্রী, কৃষক বন্ধু সহ নানাবিধ প্রকল্প গুলি কাজ করে অনেক ক্ষেত্রে দিল্লি থেকে প্রথম পুরস্কার নিচ্ছে। দিল্লির মসনদে এখন যারা বসে আছেন তারা পশ্চিমবঙ্গ কে কালিমা লিপ্ত করতে ব্যস্ত। পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রকল্প গুলি রূপায়ণ হচ্ছে এই প্রকল্পগুলি সমগ্র পৃথিবীকে পথ দেখাচ্ছে। বিজেপি তথা কেন্দ্রীয় সরকার যতই অপপ্রচার করুক রাজ্যের তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার দিল্লীর মসনদে বসবে। সেদিনের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: শর্মিলা সরকার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন। সেদিনের জনসভায় আদিবাসী লোকনৃত্য পরিবেশিত হয়। আদিবাসী লোকগীতি শিল্পীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও নৃত্যে পা মেলান। প্রচন্ড দাবদহকে উপেক্ষা করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই লোকসভা নির্বাচনে জনসভায় হাজির হয়েছিলেন। ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদবুদে বিশাল নির্বাচনী জনসভায় যোগদান করছেন।