পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন

 

    বাবলু হাসান লস্কর, নতুন গতি: দীর্ঘদিন ধরে আশা কর্মীদের অতিরিক্ত কাজের বোঝা চাপানো হল, কিন্তু ঠিক মতো পারিশ্রমিক পাচ্ছে না আশা কর্মীরা এই মুহূর্তে । অবশেষে তারা আজ ডেপুটেশন দিল বিএমওএইচ-এর কাছে।
    আশা কর্মীদের কাজের ভিত্তিতে সামান্য অর্থ দেওয়া হয়। বর্তমানে নির্ধারিত কাজ ছাড়াও অঞ্চলে অঞ্চলে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজে আশা কর্মীদের লাগানো হচ্ছে। সপ্তাহে কয়েকদিন করে এই অতিরিক্ত ডিউটি দেওয়া হচ্ছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। এই প্রোগ্রাম দীর্ঘদিন চলবে। অথচ এই কাজের জন্য কোন পারিশ্রমিক নেই তাদের । এছাড়া ওই সময়ের মধ্যে যদি কোন গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং পিএনসি ভিজিট থাকে তাহলে আশাকর্মীগণ সেই ডিউটি করতে পারবেন না এবং তার জন্য নিয়ম অনুযায়ী বরাদ্দ অর্থও পাবেন না।
    অঞ্চলে অঞ্চলে কভিড ভ্যাকসিন ডিউটির জন্য সম্মানজনক পারিশ্রমিক এবং ওই সময়ে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ এবং পিএনসি ভিজিটের জন্য জন্য বরাদ্দকৃত অর্থ যাতে কেটে না নেওয়া হয় তার দাবিতে আজ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিএমওএইচ -এর নিকট আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেন তারা । ডেবরা ব্লক-এর বিভিন্ন অঞ্চল থেকে আশা কর্মীরা উপস্থিত হয়েছিলেন এই ডেপুটেশনে।
    বিএমওএইচ বলেন, এ ব্যাপারে কোনো নির্দেশিকা আসেনি। তাই তিনি কিছু বলতে পারবেন না। তবে এই দাবিগুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানিয়েছেন।
    এছাড়াও জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ইন্সেন্টিভ ভাতা এখনও কোন আশা কর্মী পাননি। এ ব্যাপারে জানানো হলে বলা হয় উপর থেকে এখনো অর্থ এসে পৌঁছায়নি।
    বিএমওএইচ -এর মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ -এর নিকট আশা কর্মীদের দাবি পত্র পাঠাল। অতি দ্রুত যদি এ ব্যাপারে সমাধান না হয় তাহলে আমরা সারা ব্লক জুড়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবেন ।।