|
---|
আয়ুব আলি, উওর২৪পরগনা নতুনগতি : বিশ্বের ১৩০টি দেশের সঙ্গে উওর২৪পরগনা র বারাকপুর ব্লক ১ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবক আদিবাসী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছরের মতো এবারও ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আদিবাসী সমাজের সংস্কৃতি ঐতিহ্য ও লড়াই কে এগিয়ে নিয়ে যেতে তাঁদের পরম্পরা অনুযায়ী আদিবাসী নৃত্য,মাদলের তার ও বিশিষ্ট জনদের আলোচনা য় প্রানবন্ত হয়। এদিন বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন ড: জগদীশ চন্দ্র হালদার(পদ্মশ্রী), শান্তনু সরকার (প্রাক্তন সৈনিক) দেবক আদিবাসী সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি বরুন সর্দার প্রমুখ।