রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংবিধানকে বিপন্ন করার অভিযোগ তুলে নিয়ে অবস্থান ও সত্যাগ্রহের ডাক দিয়েছে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি

নিজস্ব সংবাদদাতা : আজ সংবিধান বাঁচাও দিবস। রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংবিধানকে বিপন্ন করার অভিযোগ তুলে নিয়ে অবস্থান ও সত্যাগ্রহের ডাক দিয়েছে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি।

    বিগত কিছুদিন আগে মোদি পদবী নিয়ে করা একটি মন্তব্য নিয়ে মামলার কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গাঁধী। সেই জন্য সাংসদ পদ খুইয়ে ফেলেতে হয় তাকে। তারপর থেকেই ক্ষিপ্ত জাতীয় কংগ্রেস। উক্ত বিষয়টি নিয়েই আন্দোলনে নেমেছে কংগ্রেস। তবে পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী।
    তারপরেও কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে সত্যাগ্রহে জাতীয় কংগ্রেস। তবে কোনো বিক্ষোভ-অবরোধ পথে নয়,কংগ্রেস বেছে নিয়েছে গাঁধীর পথ- সত্যাগ্রহ। গোড়া থেকেই কংগ্রেসের অভিযোগ রয়েছে, এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। অভিযোগ জোড়ালো করতেই “সংবিধান বাঁচাও দিবসে” অবস্থান ও সত্যাগ্রহের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। আজ দার্জিলিং জেলা কংগ্রেসের তরফে , ভারতের জাতীয় কংগ্রেসের নির্দেশে অনুসারে অবস্থান এবং সত্যাগ্রহ পালন করা হয়। শিলিগুড়ির হাশমিচক লাগোয়া বিধান ভবন জেলা কংগ্রেস কার্যলয়ের নীচেই তৈরী করা হয়েছে অবস্থান সত্যাগ্রহের মঞ্চ। এদিন বেলা ২টা থেকে শুরু হয় অবস্থান। সূত্রে খবর চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উক্ত মঞ্চ থেকে দার্জিলিং জেলা প্রদেশ কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার বলেন, কেন্দ্র তো বটেই, সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে সংবিধান বিপন্ন করার অভিযোগে আজকে এই সত্যাগ্রহ।