দুর্গাপুর সংশোধনাগারে পাঁচিল টপকে পলাতক তিন বন্দি

 

    নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে দুর্গাপুর সংশোধনাগার থেকে তিন বিচারাধীন বন্দির পাচিল টপকে পালিয়ে যাবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়ায়। ঘটনা শোনার পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। এরপর শুরু হয় তল্লাশি অভিযান, সোমবার ভোরে পালিয়ে যাওয়া এক বন্দীকে আটক করা হয়।

    তবে এখনো আরো দুই বন্দি পলাতক আছে বলে জানা গিয়েছে, আটক হওয়া ব্যক্তিকে সঙ্গে নিয়ে আরো দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে।