টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দিল চোরের দল

নিজস্ব সংবাদদাতা: দিনেদুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি। টাকা সহ লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দিল চোরের দল। শিলিগুড়ি পুরনিগমের ৮নং ওয়ার্ডের গান্ধী ময়দান এলাকায় এই চুরির ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দুরত্বে এমন ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিলিগুড়ি শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খালপাড়া ফাঁড়ির পুলিশ।

    জানা গিয়েছে, সোমবার দুপুরে পেশায় ব্যবসায়ী রাজেশ আগরওয়ালের স্ত্রী কোনো কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগে বাড়ির যাবতীয় জিনিস নিয়ে চম্পট দেয় চোর। রাজেশ আগরওয়ালের স্ত্রী কাজ সেরে বাড়িতে ফিরে দেখেন বাড়ির দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের যাবতীয় জিনিস লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আলমারির ভেতরে

    যে গয়না এবং টাকা রাখা ছিল তা গায়েব। সবমিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার সোনার গয়না, ১কেজির ওপরে রূপো, এবং নগদ ২৫-৩০ হাজার টাকা চুরি গিয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক রাজেশ আগরওয়াল। ভর দুপুরে এমন চুরির ঘটনায় আতঙ্কিত শিলিগুড়ি শহরের বাসিন্দারা। এই ঘটনায় বাড়ির মালিক রাজেশ কুমার আগরওয়াল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা ও 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত জৈন, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।