ডায়মন্ডহারবারে সাংবাদিক সম্মেলন করে দলের ইশতেহার প্রকাশ করলেন বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার

বাইজিদ মন্ডল, ডায়মন্ডহারবার:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী দীপক কুমার হালদার আজ ডায়মন্ড হারবার বিজেপির কার্যালয়ে সংবাদিক সম্মেলন করে এবারে মোট ১৫টি অঙ্গীকার নিয়ে দলের ইসতেহার প্রকাশ করলেন। সর্ব প্রথম (১) রাজ্যের সর্বত্র অন্নপূর্ণ কেন্টিনে ৫ টাকার খবর (২)গম ১টাকা, ডাল ৩০টাকা,চিনি ৫টাকা কেজিতে (৩)১০০ দিনের কাজ বেরে ২০০দিন হবে (৪)সরকারি বেতনভুকদের জন্য সপ্তন বেতন কমিশন (৫)প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি (৬)৭৫লাখ কৃষককে বছরে ১০ হাজার টাকা (৭)মৎস্য জীবিদের বছরে (৬)হাজার টাকা করে অনুদান (৮)কৃষক সম্মান নিধি প্রকল্পের না পাওয়া ১৮ হাজার টাকা এক কালীন (৯) উত্তরবঙ্গ,জঙ্গলমহল, ও সুন্দরবন এইমস এর ধাঁচে হাসপাতাল (১০),কীর্তন ও পুরোহিতদের মাসিক ৩ হাজার টাকা ভাতা (১১)মেয়েদের ১৮বছর হলেই এক কালীন ২ লক্ষ টাকা অনুদান (১২)সরকারি চাকরি মহিলাদের জন্য ৩৩শতাংশ সংরক্ষণ (১৩)মেয়েদের শিক্ষা ও পরিবহন বিনা মূল্যে (১৪) রাজ্য পুলিশে ৯,রিজার্ভ ফোর্সে ৩ মহিলা ব্যাটেলিয়ন (১৫) বিধবা ভাতা মাসিক ১ হাজার থেকে ৩হাজার টাকা অনুদান  এবং বিজেপি মনোনীত প্রার্থী সকল কে আশ্বাস দেন রাজ্যে ক্ষমতায় আসলে আরও বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করবে বলে জানান । আজ এই ইস্তেহার প্রকাশ ও সংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার বিজেপির চিয়ার ম্যান দেবাংশু পান্ডা সহ ডায়মন্ড হারবার বিজেপির সকল নেতৃবৃন্দ।