হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেক্সিনেশন শুরু ডায়মন্ড হারবার গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : পশ্চিমবঙ্গ হজ কমিটির বিশেষ ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল স্যার এর বিশেষ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভ্যাকসিনেশন কর্মসূচি ডায়মন্ড হারবার গভ:মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত অডিটরিয়ামে। এখানে প্রায় ১৬৭ জন হজ যাত্রীদের বিশেষ ভ্যাকসিনেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল, বিশেষ দায়িত্বে ছিলেন ডেপুটি সি এম ও এইচ ডাঃ সোনালী দাস,এছাড়াও ডাঃ মোঃ আকবর হোসেন সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ প্রমুখ। ডাঃ জয়ন্ত কুমার শুকুল তিনি বলেন ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে পবিত্র হজ যাত্রীদের পোলিও ভ্যাকসিন সেই সাথে সেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমো কক্কাল ভ্যাকসিন দেওয়া হয়। এদিন ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমায় প্রায় ১২৮ জন হজ যাত্রী উপস্থিত ছিলেন। প্রত্যেক হজ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা সহ স্বাস্থ্যের যথাযথ পরিচর্যা করা হয়, যাতে পবিত্র হজ পালনে অসুবিধা না হয়। ডাঃ শকুল আরোও বলেন এদিন হজ যাত্রীদের জন্য জল ও আর এস সহ চা বিস্কিটের আয়োজন ব্যবস্থা করা হয়। হজের ভ্যাকসিন নিতে আসা মগরাহাট এক নম্বর ব্লকের গোলাম মহিউদ্দিন সাহেব বলেন হজ যাত্রীদের ভ্যাকসিনেশন কর্মসূচি নিয়ে স্বাস্থ্য দপ্তরের আয়োজন প্রশংসনীয়। হজ যাত্রীদের ভ্যাকসিনেশন কর্মসূচিতে উপস্থিত ডাঃ আকবর হোসেন তিনিও বলেন আগামী ১১ ই মে থেকে পবিত্র হজের জন্য পবিত্র মক্কা শহরে উপস্থিত হবেন। এবং ইসলাম ধর্মের আবশ্যিক পালনীয় পবিত্র হজ পালন করতে, এই ভ্যাকসিনেশন কর্মসূচিতে সমস্ত হজ যাত্রী খুশি। এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ এবং ডায়মন্ড হারবার গভমেন্ট মেডিকেল কলেজের ব্যবস্থা কে মোবারকবাদ জানান তারা। এছাড়াও উপস্তিত এই ভ্যাকসিন কর্মসূচিতে ডাঃ মাহবুব হোসেন, ডাঃ আলিফ ইসলাম, ডাঃ সৌরভ হালদার সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।