|
---|
পাথর প্রতিমা : নুরউদ্দিন : জলের অপর নাম জীবন, কোথায় আছে জল দান মানে জীবন দান, সম্প্রীতি তীব্র তাপ প্রবাহে,জল,ছোলা, বাতাসা বিতরণ করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার, জানা যায় বৃহস্পতিবার পাথরপ্রতিমা বিধানসভার অন্তর্গত পন্ডার বাজার এবং দূর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ যাত্রার শুভ সূচনা এবং বাংলার অধিকার যাত্রার মধ্যে দিয়ে নির্বাচনী র্যালির আয়োজন করে তৃণমূল কংগ্রেস, সেই র্যালিতে অংশ নিয়েছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, পাথরপ্রতিমা বিধানসভার বিধায়ক সহ কয়েক হাজার তৃণমূল নেতৃত্বরা।এই তীব্র তাপ প্রবাহে র্যালির শেষে বিশুদ্ধ পানীয় জল,বাতাসা এবং ছোলা, মানুষের মাঝে বিতরণ করলেন প্রার্থী নিজের হাতে। সাথেসাথে ফুলের মালা গলায় পড়িয়ে বাপি হালদারকে সম্বর্ধনা জানায় পাথরপ্রতিমা বিধানসভার গ্রামবাসীরা। অন্যদিকে ওই এলাকার নদীবাঁধ পরিদর্শন করলেন প্রার্থী।